কালো নেটের গাউনে নোরা ফতেহি যেন রূপকথার জলপরী বলিউড নোরাকে চেনে তুখড় নাচর জন্য, অথচ নোরা কোনওদিন নাচের প্রথাগত প্রশিক্ষণই নেননি। তাঁর সবটাই শেখা ইউটিউব থেকে। নোরার বাবা মা আদতে মরক্কোর মানুষ। তবে তাঁরা দীর্ঘদিন কানাডায় বাস করছেন। সে দেশের কুইবেক প্রদেশে নোরার জন্ম ১৯৯২ সালের ৬ ফেব্রুয়ারি মা ভারতীয় বংশোদ্ভূত। ফলে ভারতীয়-আরবি-কানাডিয়ান সংস্কৃতির মিশেলে নোরা এবং তাঁর ভাই ওমরের বড় হয়ে ওঠা। নোরার প্রথম ছবি ‘রোরস: টাইগার্স অব দ্য সুন্দরবনস’। মুক্তি পায় ২০১৪ সালে। তাঁর ফিল্মোগ্রাফিতে উল্লেখযোগ্য হল ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেব জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’ এবং ‘বাটলা হাউজ’। সলমন খানের অন্ধ ভক্ত নোরা। তাঁর টানেই তিনি প্রতিযোগী হিসেবে যোগ দিয়েছিলেন ‘বিগ বস’-এ। নোরা মার্শাল আর্টেও প্রশিক্ষিত। নিয়ন গ্রিন অফ-শোল্ডার ড্রেসে নজরকাড়া নোরা