থাই পর্যন্ত চেরা ফ্লোরাল প্রিন্টের লং ফ্রকে নজরকাড়া নোরা ফতেহি কানাডায় জন্ম। বাবা-মা মরক্কোর বাসিন্দা ছিলেন। ইংরাজির পাশাপাশি হিন্দি, আরবি ভাষাতেও সাবলীল নোরা ফতেহি সলমন খানের অন্ধ ভক্ত নোরা। ২০১৫ সালে তাঁর টানেই তিনি প্রতিযোগী হিসেবে যোগ দিয়েছিলেন ‘বিগ বস’-এর নবম সিজনে । প্রথমে দক্ষিণী ছবিতে আইটেম নম্বর দিয়ে কেরিয়ার শুরু। তার পর আসতে থাকে একের পর এক অফার। ‘রোর-দ্য টাইগার অব সুন্দরবনস’, ‘ক্রেজি কুক্কড ফ্যামিলি’ তাঁকে জনপ্রিয়তা এনে দেয় দক্ষিণ ভারতীয় ছবির জগতে। নোরা মার্শাল আর্টেও প্রশিক্ষিত ‘স্ত্রী’ ছবির ‘কামারিয়া’ এবং ‘সত্যমেব জয়তে’ ছবির ‘দিলবর’— এই দু’টি আইটেম নম্বরই বলিউডে নোরা ফতেহির চাহিদা তুঙ্গে পৌঁছে দেয় ‘টপ মডেল ইন্ডিয়া’ এবং ‘এমটিভি ডেটিং ইন দ্য ডার্ক’ দু’টি রিয়্যালিটি শো’য়ে সঞ্চালনাও করেছেন তিনি মরক্কোর একটি হিপহপ গ্রুপের সঙ্গেও যুক্ত তিনি। ‘দিলবর’- গানটির প্রথম ২৪ ঘণ্টায় ইউটিউবে ভিউ ছিল ২ কোটি। নোরা কিন্ত গানেও দারুণ! ‘দিলবর’ গানের আরবি রিমেকটি তিনি নিজেই গেয়েছেন