নয়াদিল্লি: ১৯৮৮ সাল। বিআর চোপড়ার 'মহাভারত'। ছোট পর্দায় মহাভারতের গল্প শোনার জন্য সারা সপ্তাহে একবার টেলিভিশনের সামনে হাঁটু মুড়ে বসে পড়ত সকলে। সে উন্মাদনাই আলাদা। সেই সিরিয়ালের বহু চরিত্রাভিনেতাই এখনও দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। 'ভগবান কৃষ্ণে'র চরিত্রে অভিনয় করা নীতীশ ভরদ্বাজ তেমনই একজন।
টাইমস নাও-কে দেওয়া একটি সাক্ষাৎকারে নীতীশ বলেছিলেন, "আমাকে প্রথমে বিদুর-এর চরিত্রের জন্য বাছা হয়েছিল। শুটিংয়ের জন্য স্টুডিওতেও সেই মতোই ডাকা হয়। আমি যখন মেক-আপ রুমে ছিলাম, দেখলাম বীরেন্দ্র রাজদান বিদুরের পোশাক পরে বেরিয়ে এসেছেন। বললেন, যে তিনিই বিদুরের ভূমিকায় অভিনয় করছেন। আমি বললাম , 'তা কী করে হয়, তুমি কী করে বিদুরের চরিত্রে অভিনয় করতে পারো? ওরা তো আমাকে শুটিংয়ের জন্য ডেকেছে।"
তবে আবারও ডাক আসে নীতীশ ভরদ্বাজের। এবার নকুল বা সহদেবের ভূমিকায় অভিনয় করার জন্য। কিন্তু নীতীশ সফ জানিয়ে দেন, তিনি অভিমন্যুর চরিত্রে অভিনয় করতে চান। বিআর চোপড়া তাঁকে এই বিষয়ে ভাবনাচিন্তা করবেন বলে প্রতিশ্রুতিও দেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে ভগবান কৃষ্ণের ভূমিকায় অভিনয় করতেল বলা হয়। এ জন্য বিআর চোপড়া নিজেই নীতীশ ভরদ্বাজকে ফোন করেছিলেন। পরে নীতীশ শ্রী কৃষ্ণের ভূমিকার জন্য একটি স্ক্রিন টেস্টও দেন, তাতে তিনি পাশও করেন এবং সৌভাগ্যক্রমে নীতীশ কৃষ্ণের চরিত্রে অভিনয় করার সুযোগ পান।