সোনালী রংয়ের গাউনে ঠিকরে পড়ছে যৌবনের আভা। ছবি- ইনস্টাগ্রাম উন্মুক্ত বিভাজিকায় নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন নিকি তাম্বোলি। ছবি- ইনস্টাগ্রাম সঙ্গে মানানসই জুতো নিকিকে করে তুলেছে আরও লাস্য়ময়ী। (Image: Instagram) লাল পোশাকে যেন তাঁর দিক থেকে চোখ সরানো যাচ্ছে না। ছবি- ইনস্টাগ্রাম ব্রালেস নিয়ন সবুজ ব্লেজারে উষ্ণতা ছড়িয়েছেন নিকি। ছবি- ইনস্টাগ্রাম কালো থাই-স্লিটে মোহময়ী হয়ে উঠেছেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী। ছবি- ইনস্টাগ্রাম স্কিনি গাউনে তাঁর দিক থেকে চোখ সরায় কার সাধ্য়! ছবি- ইনস্টাগ্রাম আবারও তিনি বেছে নিয়েছেন কালো। তবে এবার জাম্পস্য়ুট। ছবি- ইনস্টাগ্রাম সাদা পোশাক আর হাইহিলে আবেদনময়ী হয়ে উঠেছেন তিনি। ছবি- ইনস্টাগ্রাম বেগুনি গ্লিটার দেওয়া শর্ট ড্রেসেও মিষ্টি দেখাচ্ছিল তাঁকে। ছবি- ইনস্টাগ্রাম