

২০২০-কে বিদায় জানিয়ে ২০২১-কে স্বাগত জানিয়েছে সারা বিশ্বের মানুষ। সকলেরই আশা, ২০২১ হয়তো মানবজাতির প্রতি সদয় হবে। বাংলা টেলিভিশনের তারকা জুটিরাও নিজেদের মনের মানুষের সঙ্গে পুরনো বছরকে বিদায় জানিয়ে বর্ষবরণ করলেন। দেখে নেওয়া যাক টেলি তারকাজুটিদের নিউইয়ার সেলিব্রেশন।


এবছরই চারহাত এক হবে টেলি তারকা প্রমিতা চক্রবর্তী ও রুদ্রজিত মুখোপাধ্যায়ের। তাই এই বছরটা তাঁদের কাছে স্পেশাল। নতুন বছরের শুরুটাও তাই মনের মানুষের সঙ্গেই করলেন তাঁরা।


টেলি তারকা সায়ন্তনী সেনগুপ্ত ও ইন্দ্রনীলও এদিন নিজেদের দিনটা একসঙ্গে স্পেশাল করে তুলেছেন। একসঙ্গে এই ছবি পোস্ট করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন সায়ন্তনী।


টেলি অভিনেত্রী মিমি দত্ত ও অভিনেতা ওম সাহানি সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। একসঙ্গে বহু ছবি পোস্ট করেন তাঁরা। তাই বছরের শেষ দিনটা একসঙ্গে কাটালেন এবং নতুন বছরকে একসঙ্গেই স্বাগত জানালেন। নিউইয়ার উপলক্ষে এই ছবিটি শেয়ার করেছেন তারকাজুটি।


এবছরই বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় তারকাজুটি তৃণা সাহা ও নীল ভট্টাচার্য। তাঁদের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়া রীতিমতো সরগরম। তাই এই হিট জুটি নববর্ষ কেমন কাটালেন তা নিয়ে মানুষের আগ্রহ ছিলই। নিউ ইয়ার একসঙ্গেই বরণ করে নিয়েছেন নীল তৃণা।


টেলিভিশনের আরও এক জুটি নবনীতা দাস ও জিতু কমল। ২০১৯ এ চারহাত এক হয় দুজনের। তারপর থেকে যেকোনও বিশেষ দিনই একসঙ্গে সেলিব্রেট করেন দুজনে। বর্ষবরণেও তার কোনও ব্যতিক্রম হল না।