1/ 4


পাহাড় ব্যাপারটা এমনিতেই যেন রহস্যে মোড়া ৷ কুয়াশার মাঝে লুকিয়ে থাকে নানা নতুন গল্প ৷ আর সেই অজানা গল্প থেকেই, নতুন এক গল্প বলতে চলেছেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য৷ ছবির নাম ‘অন্তর্ধান’৷
2/ 4


প্রথমেই বলে রাখি এই ছবির প্রেক্ষাপট হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকা ৷ ছোট্ট পরিবার অনির্বান ও টুয়ার ৷ তাঁদের রয়েছে একটি মিষ্টি মেয়ে জিনিয়া ৷ হিমাচলে তাঁদের সুন্দর বাড়ি ৷ ভালোই চলছিল তাঁদের জীবনযাপন ৷ তবে তাল কাটল হঠাৎ ৷
3/ 4


টুয়াদের বাড়ির পাশেই এল নতুন প্রতিবেশি ৷ আর তারপর থেকেই গায়েব ছোট্ট মেয়ে জিনিয়া ! কোথায় গেল জিনিয়া ? কিডন্যাপ? নাকি কোথাও হারিয়ে গেল? এরকমই এক রোমাঞ্চে মোড়া গল্প নিয়ে হাজির হচ্ছেন পরিচালক অরিন্দম ৷
Loading...