#চেন্নাই: বিয়ে করলেন দক্ষিণী তারকা নয়নতারা। পাত্র, তাঁর দীর্ঘ দিনের প্রেমিক, পরিচালক ভিগনেশ শিবান। দীর্ঘ ৬ বছর ধরে সম্পর্কে রয়েছেন নায়িকা ও পরিচালক। বুধবার চেন্নাইয়ের মহাবলিপুরমের শেরাটন পার্কে তাঁদের বিয়ে উপলক্ষে তারকা সমাবেশ। সূত্রের খবর, শাহরুখ খান, রজনীকান্ত, বিজয় সেতুপতি, মণি রত্নম, আতলীর মতো তাবড় তারকারা দক্ষিণী নায়িকার বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন।
মালাবদলের পর ভিগনেশ তাঁর স্ত্রীর হাত ধরে অন্য হাত দিয়ে তাঁকে গলা ধরে কপালে চুম্বন করছেন ভিগনেশ। এই ছবিটি পোস্ট করে ভিগনেশ লিখেছেন, '১০-এ মানদণ্ডে নম্বর দিতে হলে, সে নয়ন আর আমি এক। ঈশ্বর, ব্রহ্মাণ্ড এবং আমাদের মা-বাবা, বন্ধুবান্ধবের আশীর্বাদে বিয়ে করলাম আমি ও নয়নতারা।' সঙ্গে জুড়ে দিয়েছেন একাধিক প্রেমের ইমোটিকন।