

নাগিন ৫-এ ইচ্ছাধারী নাগিনের ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় টিভি তারকা ৷ কনের বেশে সুরভি চন্দনার ছবিগুলি সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছে ৷ @officialsurbhic/Instagram.


নাগিন ৫-এর একটি দৃশ্যের সুরভি চন্দনার কনের বেশের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ৷ ছবিগুলি শেয়ার করে সুরভি লিখেছেন 'টিভিতে কতবার যে বিয়ে করছি তা আমার আর মনে নেই' কিন্তু কনের মত সাজলে এক আলাদা অনুভূতি হয় তাঁর ৷ কিন্তু সত্যিকারের বিয়েতে কী হবে একমাত্র তা জানেন ঈশ্বর ৷ @officialsurbhic/Instagram.


সুরভি চন্দনা ছবির একটি ক্যাপশান সংযোজিত করেছেন অভিনেতা নকুল মেহেতা, তিনি লিখেছেন এবার আসল বিয়ের পালা ৷ জাতীয় টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ নকুল মেহেতা ৷ @officialsurbhic/Instagram.


কনের বেশে সুরভি চন্দনাকে বেশ মানিয়েছে ৷ ভক্তরা কোনও ভাবেই প্রশংসার জন্য যথাযথ বাক্যবন্ধ খুঁজে পাচ্ছেন না ৷ @officialsurbhic/Instagram.


নাগিন ৫-এর পরবর্তী পর্বে সুরভি চন্দনা এই লাল পোশাক পরে সবার নজরে এসেছেন ৷ লাল রঙের পোশাকে নতুন বউ লাগছে সুরভি চন্দনাকে ৷ @officialsurbhic/Instagram.