নতুন ফটোশ্যুটে ফের একবার নজর কাড়লেন মৌনি রায়। সোনালি সিক্যুইন ড্রেস ও ফারের বোয়া নিয়ে গ্ল্যামারাস বাঙালি নায়িকা। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন মৌনি। (Mouni Roy) সিকুইনের ড্রেসে নজরকাড়া। সোনালি থাই-হাই স্লিট ড্রেসে অসম্ভব সেক্সি দেখাচ্ছে নায়িকাকে। ফারের বোয়া নিয়ে সাজ। পিঠখোলা পোশাকে নজরকাড়া নায়িকা। মানেকা হরিসিংঘানির সাজে সেজেছেন মৌনি রায়। ভাওয়না রাওয়ের পোশাক পরেছেন মৌনি। মুকেশ পাটিলের মৌনির মেক-আপ আর্টিস্ট। চুল সাজিয়েছেন কুইন্সলি ছেত্তিয়ার। ছবি তুলেছেন অজয় কদম।