1/ 5


কোচবিহারের মেয়ে মৌনি রায়। বাঙালি অভিনেত্রী। কেরিয়ারের শুরু বলিউডে। কিউকি শাস ভি কভি বহু থি সিরিয়াল দিয়েই ২০০৬ সালে কেরিয়ারের শুরু।এর পর নাগিন তাঁর জনপ্রিয় সিরিয়ালের মধ্যে একটি। photo source Instagram
2/ 5


বিগ বসে বহুবার গেস্ট হিসেবে এসেছেন তিনি। 'ঝলক দিখলা যা' নাচের কম্পিটিশন শোতেও তিনি অংশ নিয়েছেন।এছাড়াও তাঁর ঝুলিতে আছে 'রান', গোল্ড'-এর মতো ছবি। জন আব্রাহামের সঙ্গে জুটি বেঁধে করেছিলেন 'রোমিও আকবর ওয়াটার' ছবিতে কাজ।photo source Instagram
3/ 5


মৌনি রায় সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ। মাঝে মধ্যেই ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। photo source Instagram
4/ 5


সম্প্রতি তাঁর কিছু ছবি ফের ভাইরাল হয়। কালো পোশাকে ভোরের সূর্যের আলোতে ফটোশ্যুট করেছেন তিনি। অসাধারণ তাঁর সবকটি ছবিই। photo source Instagram