গত ২৭ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন মৌনী-সুরজ। সকালে মালয়ালী রীতি মেনে বিয়ে করেছিলেন মৌনী রায় (Mouni Roy Suraj Nambiar wedding) ও সুরজ নাম্বিয়ার। কিন্তু বঙ্গতনয়ার বিয়েতে বাঙালি ছোঁয়া থাকবে না, তা কি হয়? তাই রাতে বাঙালি রীতি মেনে ফের বিয়ের পিঁড়িতে বসলেন কপোত-কপোতি। নিষ্ঠাভরে পালন করলেন বিয়ের সমস্ত নিয়ম-রীতি।