Mouni Roy Looks Breathtakingly Beautiful in New Look: বঙ্গতনয়া মৌনি রায় বলিউডে পাকাপাকি জায়গা করে নিয়েছেন তাঁর নিজের জৌলুসেই। সোশ্যাল মিডিয়ায় সদা অ্যাক্টিভ মৌনি কখনওই তাঁর ফ্যানদের হতাশ করেন না। নিত্য দিন নয়া নয়া ছবি শেয়ার করে তাঁর উপস্থিতি জানান দেন।
*বঙ্গতনয়া মৌনি রায় বলিউডে পাকাপাকি জায়গা করে নিয়েছেন তাঁর নিজের জৌলুসেই। সোশ্যাল মিডিয়ায় সদা অ্যাক্টিভ মৌনি কখনওই তাঁর ফ্যানদের হতাশ করেন না। নিত্য দিন নয়া নয়া ছবি শেয়ার করে তাঁর উপস্থিতি জানান দেন। (Image credits: Instagram)
2/ 12
*মঙ্গলবারেও তার ব্যতিক্রম হয়নি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একাধিক ছবি শেয়ার করেন 'গোল্ড' অভিনেত্রী মৌনি রায়। সেই ছবি কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়। (Image credits: Instagram)
3/ 12
*সব পোশাকেই সমান স্বচ্ছন্দ মৌনি। বিকিনি থেকে শাড়ি, যে কোনও পোশাকেই তিনি অনন্যা। (Image credits: Instagram)
4/ 12
*ব্লাশ পিঙ্ক স্বচ্ছ শাড়িতে নেটিজেনদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন মৌনি। তাঁর রুপে মজেছে আঠারো থেকে আশি। (Image credits: Instagram)
5/ 12
*শাড়ির সঙ্গে ভারী সোনার গয়নায় অপরূপা 'নাগিন' অভিনেত্রী মৌনি রায়। কয়েক ধাপের সোনার ভারী নেকলেস, সঙ্গে ভারী ঝুমকো তাঁকে মোহময়ী করে তুলেছে। (Image credits: Instagram)
*পোশাকের ক্ষেত্রে মৌনি ভীষণ পারফেক্ট। নিজেকে মেলেও ধরেন সকলের সামনে একেবারে অন্যভাবে। ফলে তাঁর পোশাকের সম্ভার যে কতটা ঈর্ষনীয় তা বলার অপেক্ষা রাখে না। (Image credits: Instagram)