শাড়িতে সব সময়ই অনন্য সুন্দরী মৌনী রায় ৷ স্যামন পিঙ্ক শাড়িতে ফুটে উঠেছে বঙ্গললনার সৌন্দর্য প্যাস্টেল শাড়ির সঙ্গে তিনি বেছে নিয়েছেন মানানসই ভারী জাঙ্ক জুয়েলারি অক্সিডাইজড ঝুমকো তাঁর স্টাইল স্টেটমেন্ট গোলাপি রং ও অক্সিডাইজড গয়নায় তিনি মোহময়ী খয়েরি শাড়ির সঙ্গে ছকভাঙা ম্যাচিং-এ তিনি বেছে নিয়েছেন কালো ফুলস্লিভ উজ্জ্বল হলুদ শাড়িতে বিপজ্জনক তাঁর শরীরী বিভঙ্গ সিলভার গ্রে শাড়িতে তাঁর সৌন্দর্য আভিজাত্যপূর্ণ স্বচ্ছ কালো শাড়িতে তাঁর লাস্য চরম বিন্দুতে গোলাপি শাড়িতে মৌনী যেন রাজকন্যা নিওন-উজ্জ্বল সুবজ শাড়িতে আকর্ষণের কেন্দ্রে মৌনী