1/ 6


মহালয়া এসে যাওয়া মানে পুজো এল ৷ মহালয়া মানেই শিউলির গন্ধে, আকাশ জুড়ে সাদা মেঘ, ঝকঝকে রোদ ৷ মন ভরে শান্তি আর মায়ের কাছে একটাই চাওয়া ৷ সবাইকে ভাল রেখো ৷ করোনা আবহে মা দুর্গার আগমণ যেন এই সুস্থ থাকার প্রার্থনাকে আরও শক্তি দিতে চলেছে ৷ আর তাই তো প্রথমবার দুর্গা সেজে মৌবনিও চান করোনার নাশ হোক !
2/ 6


মৌবনি সরকার ৷ জাদুকর পি সি সরকারের মেয়ে ও জনপ্রিয় অভিনেত্রী ৷ মৌবনিকে এবার দেখা যাবে দুর্গার সাজে ৷ ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানের জন্যই এই দুর্গা সাজ ৷
3/ 6


মৌবনি জানালেন, ‘এবার পুজো শুরু আমার জন্মদিনের দিন ৷ তাই আনন্দটা বেশি ৷ দিদির জন্ম তিথি হল মহালয়া তাই ওই দিন সেলিব্রেট করা হয় ৷’
4/ 6


মৌবনি আরও জানালেন, ‘দুর্গা সেজে দারুণ আনন্দ হলো ৷ বলা ভাল শান্তি পেলাম ৷ মনে হচ্ছিল দুর্গা সেজে এই করোনাকে নাশ করি !’