এত দূর পর্যন্ত সবটাই ঠিক ছিল। মনামী সেই ছবি ফেসবুকে পোস্ট করতেই তাল কাটল। অভিনেত্রীর এই সাজ দেখে অনেকেই উরফি জাভেদের সঙ্গে তাঁর তুলনা করেন। অনেকেই প্রশ্ন করেন, উরফিকে দেখে অনুপ্রাণিত হয়েই মনামী এমন পোশাক পরেছেন কি না। ছবি সৌজন্য়ে: মনামী ঘোষের ইনস্টাগ্রাম