বলিউডে এখন আসন্ন মাতৃত্বের সুখবরের মরশুম ৷ রণবীর ও আলিয়া জানিয়েছেন তাঁদের পরিবারে নতুন অতিথি আসতে চলেছে৷ অন্যদিকে আসন্নপ্রসবা সোনম কপূর তো চুটিয়ে উপভোগ করছেন অন্তঃসত্ত্বাকালীন প্রতি মুহূর্ত৷ ঢাউস পোশাকে লন্ডনের রাজপথে তিনি অপেক্ষা করছেন বোন রিয়ার সঙ্গে৷