অবশেষে অপেক্ষার অবসান। নতুন অধ্যায় শুরু করলেন মিষ্টি সিং। দীর্ঘ দিনের প্রেমিক রেমোর গলায় মালা দিলেন টেলি অভিনেত্রী। তাঁর বিয়ের অনুষ্ঠানে যেন চাঁদের হাট।
2/ 7
শহরের এক বিলাসবহুল হোটেলে বসেছিল বিয়ের আসর। লাল রঙের ভারী কাজের লেহঙ্গা, তাক লাগানো গয়নায় সেজে উঠেছিলেন অভিনেত্রী। রেমো সেজে উঠেছিলেন ঘিয়ে রঙা শেরওয়ানি এবং লাল কুন্দনের হার।
3/ 7
আত্মীয় পরিজন এবং কাছের মানুষদের উপস্থিতিতে জীবনের নতুন অধ্যায় শুরু করেন মিষ্টি-রেমো। নবদম্পতিকে আশীর্বাদ করতে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
4/ 7
বিশেষ দিনে মুখ্যমন্ত্রীর সান্নিধ্য পেয়ে উচ্ছ্বসিত মিষ্টি এবং রেমো। তাঁকে পায়ে হাত দিয়ে প্রণামও করে নবদম্পতি। একসঙ্গে লেন্সববন্দিও হন তাঁরা।
5/ 7
মিষ্টির ঘনিষ্ঠ বন্ধু দেবচন্দ্রিমা সিংহ রায় সারা ক্ষণ তাঁর পাশে ছিলেন। অভিনেত্রীর বিশেষ দিনের দিনের নানা মুহূর্তগুলি লেন্সবন্দি করেছেন তিনি।
6/ 7
তৃণা সাহা এবং নীল ভট্টাচার্যও উপস্থিত হয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে। বন্ধুর বিয়েতে চুটিয়ে আনন্দ করেন তাঁরা। চলে ছবি তোলা, খাওয়াদাওয়া।
7/ 7
টেলি পাড়ার আরও চেনা মুখেরাও হাজির হয়েছিলেন মিষ্টির বিয়ের বিশেষ দিনে। নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন তাঁরা।
Misty Singh Wedding: বিলাসবহুল বিয়ের আসর! মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নিয়ে শুরু মিষ্টির নয়া অধ্যায়, রইল ছবি
শহরের এক বিলাসবহুল হোটেলে বসেছিল বিয়ের আসর। লাল রঙের ভারী কাজের লেহঙ্গা, তাক লাগানো গয়নায় সেজে উঠেছিলেন অভিনেত্রী। রেমো সেজে উঠেছিলেন ঘিয়ে রঙা শেরওয়ানি এবং লাল কুন্দনের হার।
Misty Singh Wedding: বিলাসবহুল বিয়ের আসর! মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নিয়ে শুরু মিষ্টির নয়া অধ্যায়, রইল ছবি
আত্মীয় পরিজন এবং কাছের মানুষদের উপস্থিতিতে জীবনের নতুন অধ্যায় শুরু করেন মিষ্টি-রেমো। নবদম্পতিকে আশীর্বাদ করতে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।