

ছিলেন সুপার মডেল ৷ ফ্যাশন জগতে একাধিপত্য ছিল দেখার মতো ৷ এক সময় তো মডেল মধু সাপ্রের সঙ্গে নগ্ন হয়ে ছবি তুলে বিতর্ক ডেকেছিলেন মিলিন্দ সোমন ৷ প্রথম থেকেই প্রমাণ দিয়েছিলেন তিনি একেবারে বিন্দাস ৷ Photo: Instagram


সেই মিলিন্দ সোমনের বয়স বাড়লেও, আকর্ষণ এখনও একই ৷ এখনও তাঁর ছবি দেখে পাগল হয়ে যায় আট থেকে আশির মহিলারা ৷ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন বেড়েই চলেছে যৌবন ! Photo: Instagram


নিজের থেকে অনেক ছোট মেয়েকে বিয়ে করার জন্য বিতর্কে পড়েছিলেন মিলিন্দ ৷ তবে সে সব একেবারেই পাত্তা দেননি ৷ বরং ইনস্টাগ্রামে রোজ আপলোড করতে থাকেন, এক্সারসাইজের ভিডিও ৷ বউয়ের সঙ্গে প্রেমের ছবি ৷ Photo: Instagram


তবে এবার যে ছবি মিলিন্দ আপলোড করেছেন, তা দেখে রীতিমতো শোরগোল শুরু ইন্টারনেট পাড়ায় ৷ ছবিতে দেখা যাচ্ছে খালি গায়ে দাঁড়িয়ে রয়েছেন মিলিন্দ ৷ তাঁর সামনে গাছের এক গুচ্ছ পাতা ৷ ছবি আপলোড করে মিলিন্দ লিখলেন, ‘প্রতি মুহূর্তে আমরা বদলে যাচ্ছি ৷ আমাদের শরীর, মন সবের বদল ঘটছে ৷ তার মাঝেই আমাদের পজিটিভ থাকতে হবে৷ ভালবাসা ছড়াতে হবে ৷ ’