1/ 5


• তাঁকে দেখলে সত্যিই ঘোর লেগে যাবে চোখে । কয়েক মুহূর্তের জন্য আপনারও ভুল হতে বাধ্য । সত্যিই মনে হবে তিনিই রাই সুন্দরী । বা নিদেন পক্ষে ঐশ্বর্য রাই বচ্চনের কোনও যমজ বোন হবে । কিন্তু একেবারেই তেমনটা নয় ।
2/ 5


• তিনি জনপ্রিয় মারাঠী অভিনেত্রী মানসী নায়েক । অনেকেই বলেন, তিনি নাকি একেবারে বচ্চন বহুর ডুপ্লিকেট কপি । কোনও কোনও সাজে তাঁকে সত্যিই আলাদা করে চেনা প্রায় অসম্ভব ।
3/ 5


• সম্প্রতি মানসী গাঁটছড়া বাঁধলেন দীর্ঘদিনের বয়ফ্রেন্ড প্রদীপ খারেরার সঙ্গে । গত মঙ্গলবার ছিল বিয়ের অনুষ্ঠান । প্রদীপ মেশায় একজন পেশাদার বক্সিং খেলোয়াড় । ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল চ্যাম্পিয়ন তিনি ।
4/ 5


• ৩৩ বছরের মানসীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটনাগরিকরা থাঁর সঙ্গে ফের ঐশ্বর্যর তুলনা শুরু করে দিয়েছেন ।