পরবর্তী কালে সারা একাধিক সাক্ষাৎকারে তাঁর বাবা-মায়ের বিচ্ছেদকে সমর্থন করে বলেছেন, ''মাত্র নয় বছর বয়সে আমি বুঝতে পেরেছিলাম দু'টো মানুষ একসঙ্গে থাকলেও তারা খুশি নেই। কিন্তু বিচ্ছেদের পরেই দেখলাম তারা দু'জনেই হঠাৎ খুশি। আমার যে মা গত ১০ বছরে হাসেনি তাকেও হঠাৎ সুন্দরী ও সুখী লাগছিল।''