মহিলা মহলে ভিকি কৌশল যে কতটা জনপ্রিয় তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না৷ (Image: Instagram) সম্প্রতি ক্যাটরিনা কাইফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা৷ তারপর থেকে জেল্লা যেন বাড়ছে৷ (Image: Instagram) কখনও নীল সাদা, কখনও সাদা কালো পোশাকে ভক্তদের হৃদয় তোলপাড় করলেন ভিকি৷ (Image: Instagram) ক্যাসুয়াল আউটফিটেও তিনি অনন্য৷ (Image: Instagram) গাঢ় নীল প্যান্ট আর ম্যাচিং স্যুটে সুপার-হট ভিকি কৌশল৷ (Image: Instagram) আর তার হাসি,সে তো এমনিই ভুবনভোলানো (Image: Instagram) কালো স্যুটে আভিজাত্যের আরেকনাম ভিকি কৌশল (Image: Instagram) ডেনিম শার্টে একদিকে যেমন ক্যাসুয়াল অবতার ধরে রেখেছেন, তেমনই আবার স্মার্টনেস কমেনি একটুও৷ (Image: Instagram) লিলেন শার্টে একেবারে মারকাটারি ভিকি৷ (Image: Instagram) হুডিতে কুল-লুকে ভিকি কৌশল (Image: Instagram)