

মল্লিকা শেরাওয়াত। এই নামটা মানেই সাহসী ও বোল্ড চরিত্র। নগ্নতা থেকে পর্দায় চুটিয়ে চুমু খাওয়ায় মল্লিকার জুরি মেলা ভার। সেই মল্লিকাকেই কিনা হারাতে হয়েছিল ৩০টা ছবির কাজ ! photo source collected


যে কোনও দৃশ্যকে বোল্ড করে তুলতে পারতেন তিনি। শুধু বোল্ড নয় তাঁর অভিনয় ছিল প্রশংসার যোগ্য। ইমরান হাশমি, ওম পুরী, নানা পটেকর, রাহুল বোসের মতো বহু শিল্পীর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তিনি। photo source collected


কিন্তু শেষ পর্যন্ত বলিউডে আর অভিনয় করতে দেখা যায় না তাঁকে। তার পিঁছনে একটা কারণ রয়েছে যা শুনলে অবাক হবেন। photo source collected


সাহসী দৃশ্যে অভিনয় করতে চাইতেন না তিনি। চাইতেন একটু অন্য ধরণের কাজ করতে। কিন্তু পরিচালকরা তাঁকে বোল্ড দৃশ্যেই চাইতেন। কিন্তু সব শেষে নিজের একটা সীমা বেঁধে নিয়েছিলেন মল্লিকা। বোল্ড দৃশ্যে অভিনয় করতে চাননি। কোনও নগ্ন দৃশ্যে কাজ করবেন না ভেবে নিয়েছিলেন তিনি।photo source collected