

•পুরোদমে চলছিল শ্যুটিং৷ সেটে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ৪৪ বছরের অভিনেতা এবং জনপ্রিয় ডাবিং আর্টিস্ট৷ কিন্তু হঠাৎ করেই সকলের চোখের সামনে লুটিয়ে পড়লেন তিনি৷ হৃদরোগে আক্রান্ত হয়ে সকলের সামনেই মৃত্যু হল তাঁর৷ ঘটনায় সহঅভিনেতারা মর্মাহত৷Representative Image


•কেরলের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ছিল এই শ্যুটিংটি৷ সহ অভিনেতারা জানান, কাজ শেষের পর, তার সকলে একসঙ্গে ছবিও তোলেন৷ আর তখনই মাটিতে লুটিয়ে পড়েন তিনি৷ অনেকে এটাও জানান যে, কাজ শেষ হওয়ার আগে তিনি গলা শুকিয়ে যাচ্ছে বলে জলও খান৷Representative Image


•ইউটিউব চ্যানেল কোচিন কলেজের জন্য শ্যুটিং করছিলেন মালায়ালম অভিনেতা প্রবীশ ছক্কালাকাল৷ ডাবিং আর্টিস্ট হিসেবেও তিনি খুবই জনপ্রিয়৷ মাত্র ৪৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শ্যুটিং-এর মধ্যেই মারা গেলেন৷


•জানা গিয়েছে যে শ্যুটিং ফ্লোরে লুটিয়ে পড়ার পরপরই অভিনেতাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যেতে উদ্যোগী হন তাঁর সহকর্মীরা৷ তবে রাস্তায় কোনও যানবাহন না থাকায় তাঁরা সমস্যায় পড়েন৷


•এরপর অভিনেতার পকেট থেকে তাঁরই গাড়ির চাবি নিয়ে গাড়িতে পৌঁছান হয় হাসপাতালে৷ তবে ততক্ষণে সব শেষ৷ চিকিৎসকেরা ঘোষণা করেন যে তাঁর মৃত্যু হয়েছে৷Representative Image