পরনে ডিপনেক সিলভার সিক্যুইনড ড্রেস। উর্ধাঙ্গ প্রায় উন্মুক্ত। এভাবেই সোশ্যাল মিডিয়ার পারদ চড়ালেন অভিনেত্রী মালবিকা মোহনান। উন্মুক্ত পিঠ যেন তারাদের মেলা। মালবিকার সাজও এই পোশাকের সঙ্গে মানানসই। ভি-নেক ড্রেসে প্রায় উন্মুক্ত উর্ধ্বাঙ্গ। কোনও মতে গায়ে লেগে জামা। এই সাজে উষ্ণতা বাড়িয়েছেন তিনি। জমকালো গাউনে ধরা দিলেন মালবিকা। এই পোশাকে তিনি যেন মৎস্যকন্যা। স্ট্র্যাপি গাউনে স্পষ্ট মালবিকার আওয়ারগ্লাস ফিগার। সাদা বডিকন ড্রেসে হট লুক মালবিকার। এই পোশাকের সঙ্গে জুতোও পরেছেন নজরকাড়া। সাদা পোশাকে স্পষ্ট মালবিকার টোনড উরুদ্বয়। কাচের কাজ করা ড্রেসে ইন্দো ওয়েস্টার্ন সাজ মালবিকার। এই পোশাকেও উষ্ণতা বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী. সবুজ রঙের কো অর্ড সেটে স্পষ্ট মালবিকার শরীরী হিল্লোল। নেট দুনিয়ায় আলোড়ন ফেলেছেন মালবিকা।