মালাইকা যেন ওয়ানের মতো, বয়স যত বাড়ছে তিনি তত মোহময়ী হয়ে উঠছেন! এখনও বলে বলে গোল মারতে পারেন একালের নায়িকাদের
3/ 7
গত ১২ জানুয়ারি সর্বভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছিল, মালাইকা-অর্জুনের চার বছরের সম্পর্ক নাকি ভাঙতে চলেছে। ছ’দিন মালাইকা নাকি নিজের বাড়ি থেকে বেরোননি। মনের দুঃখে ঘরবন্দি রয়েছেন তিনি।
4/ 7
যখন ইন্ডাস্ট্রি মালাইকা আর অর্জুনের ব্রেক-আপের গুজবে মুখর, মালাইকা মোটামুটি বাড়ির অন্দরেই রয়েছেন, তখন অর্জুন কাপুরকে দেখা গিয়েছিল তুতো বোন রিয়া কাপুরের বাড়িতে, নৈশভোজের নিমন্ত্রণে।
5/ 7
এমনিতে মালাইকা আর অর্জুন সর্বত্রই জুটিততে যান! তাই রিয়া কাপুরের বাড়িতে একা অর্জুন যেতেই, তাঁদের বিচ্ছেদের গুঞ্জনে ঘি পড়ে
6/ 7
কিন্তু কিছুদিন যেতে না যেতেই, নিন্দুকেদের মুখে ছাই দিয়ে ফের জুটিতে দেখা মেলে অর্জুন-মালাইকার। একটি বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠতে দেখা যায় বলিউডের অসমবয়সী যুগলকে।
7/ 7
জনৈক জ্যোতিষীর গণনা অনুযায়ী, ২০২২ সালে বিয়ে করবেন আরবাজ খানের প্রাক্তন স্ত্রী মালাইকা আর বনি কাপুর পুত্র অর্জুন