সবসময়ই নজরকাড়া বলিউডের 'মুন্নি'! সাতারণ সাদা কুর্তা আর পাজামা পরেছে, অথচ নজর যেন তাঁর থেকে সরতে চায় না... বয়সের ব্যবধান ১২ বছর। কিন্তু ভালবাসা তো অন্ধ! কোনও বাধা মানে না। তাই তো অর্জূন কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে নিতান্তই বিন্দাস মালাইকা ১৮ বছর দাম্পত্যের পর আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ ঘটে মালাইকার। তার পরেই অর্জুনের সঙ্গে সম্পর্ক আরবাজের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর খান পরিবারের থেকেও দূরে চলে যান অভিনেত্রী তবে, খান পরিবারের এক জন সদস্যকে তিনি আজও শ্রদ্ধা করেন। খান পরিবারে মালাইকার শ্রদ্ধার পাত্র সলমন খান। মালাইকার সঙ্গে আজও তাঁর ভাল সম্পর্ক রয়েছে। তবে, সলমন এবং মালাইকার সম্পর্কের সমীকরণ যা-ই হোক না কেন, মালাইকার প্রেমিকের সঙ্গে তাঁর সম্পর্ক ভাল নয় বলেই জানা যায়।