কে বলবে তিনি এক ছেলের মা৷ (Image: Instagram) যেন গা থেকে মাখন ঝরে পড়ছেে আনারকলির৷ (Image: Instagram) শরীরী আবেদনে উষ্ণ মালাইকা অরোরা৷ পারদ চড়ালেন নেট দুনিয়ায়৷ (Image: Instagram) হাই স্লিট ড্রেসে তিনি যেন ডানাকাটা পরী! (Image: Instagram) ৪৭ বছর বয়সে এমন ফিট ও সুন্দরী মালাইকা অরোরা।. (Image: Instagram) লাল পোশাকে তিনি একেবারে বস লেডি৷ (Image: Instagram) মালাইকা অরোরা নীল পোশাকে সেক্সি অবতারে ধরা দিয়েছেন।. (Image: Instagram) সৌন্দর্য ও বডি ফিটনেস দিয়ে সকলকে পাগল করে তুলছেন অর্জুন কাপুরের প্রেমিকা৷ (Image: Instagram) বরাবরই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় মালাইকা। তিনি মাঝে মধ্যে তাঁর পেজে নানান ছবি শেয়ার করে থাকেন শেয়ার করেন ফিটনেসের উপায়ও৷ (Image: Instagram) তাঁর অনুরাগীদের বক্তব্য, মালাইকার বয়স দিনদিন কমছে৷ (Image: Instagram)