আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা
3/ 6
মালাইকা বলিউডের অন্যতম ফিট অভিনেত্রী। মালাইকার ইনস্টাগ্রামে উঁকি দিলে দেখা যাবে, তিনি ঠিক কতটা শরীর-সচেতন। নিয়মিত শরীরচর্চা তো আছেই। তবে মালাইকা জানিয়েছেন, তাঁর ফিট থাকার নেপথ্যে দই-ভাতের বড় ভূমিকা রয়েছে।
4/ 6
এক সাক্ষাৎকারে মালাইকা বলেছেন, ‘‘কোথাও বাঁধা না পড়া একলা জীবনই আমার কাছে অনেক বেশি স্বস্তির।''
5/ 6
অভিনেত্রীর মতে, ‘‘শরীর স্বাস্থ্যের যত্ন নেওয়ার পাশাপাশি আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতির কথাও ভাবতে হবে।’’
6/ 6
ইনস্টাগ্রামের ভিডিয়োতে তিনি জানিয়েছেন, চিন্তা, উদ্বেগ ও মানসিক চাপ কমাতে নিয়মিত আধো মুখ স্বনাসন, সুখাসন এবং বালাসন করতে হবে।