

মালাইকা আরোরা। তিনি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, ডান্সার। সেই সঙ্গে তাঁকে বলা হয় ফিটনেস গুরু। তাঁকে দেখলে কেউ বলবে না তাঁর ৪৭ বছর বয়স। বডি ফিটনেসে মালাইকাকে টেক্কা দিতে কেউ পারবে না। photo source Instagram


মালাইকা সব সময় কন্ট্রোভার্সিতে ঘিরেই থাকেন। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের উৎসাহ কম নয়। সলমন খানের বউদি ছিলেন তিনি। দীর্ঘ সময় আরবাজ খানের স্ত্রী ছিলেন তিনি। কিন্তু এর পর তাঁর জীবনে আসেন অর্জুন কাপুর। photo source Instagram


মালাইকা ও অর্জুনের প্রেমটা জমেছিল জিমেই। সে সময় তিনি আরবাজ খানের স্ত্রী। বয়সে অর্জুন মালাইকা থেকে প্রায় ১৫ বছরের ছোট। মালাইকার একটি ছেলেও রয়েছে। ডিভোর্সের পর অর্জুনের সঙ্গেই আছেন মালাইকা। photo source Instagram


সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি তিনি একটি পোস্ট করেছেন। সেখানে ব্যায়াম করছেন মালাইকা। এই ছবি পোস্ট করে ব্যায়ামটির বিষয়ে লেখেন মালাইকা। ব্যস এখানেই শুরু হয়ে যায় সমালোচনা। এক ব্যক্তি কমেন্ট করেন, "আসতে আন্টি, কোমড়ে চোট পাবেন?" photo source Instagram


আর এক ব্যক্তি মালাইকার শরীর দেখে লেখেন, "কি ভাগ্য অর্জুন কাপুরের। রোজ রাতে মজা পাচ্ছে।" এই নোংরা কমেন্টের প্রতিবাদও করেছেন বেশ কিছু মানুষ। তবে মালাইকা কিছু বলেননি। অনেকেই শুধু তাঁকে খারাপ কথা বলেছেন। আবার সে সব কমেন্টের প্রতিবাদও হচ্ছে। তবে মালাইকার এসব কথায় কিছু আসে যায় না। তিনি জানেন, কিছু মানুষ থাকেনই সেলেবদের সমালোচনা করার জন্য। তাই এ বিষয়কে পাত্তা না দিয়ে নিজের ছন্দেই আছেন তিনি।photo source Instagram