বয়সকে কীভাবে বুড়ো আঙুল দেখাতে হয়, তা কিন্তু মালাইকার থেকেই শেখা উচিত৷ প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে এই মুহূর্তে প্যারিসে ছুটি কাটাচ্ছেন তিনি৷ স্বপ্নের শহরে দাঁড়িয়ে ভাগ করে নিলেন স্বপ্নের মতো সুন্দর সব ছবি৷ সাদা পোশাকে যুগল করেছিলেন ট্যুইনিং৷ এমনি সময়ে যতই ডায়েট করুন না কেন, ছুটিতে গিয়ে দুজনেই কিন্তু বেশ ভোজন রসিক হয়ে উঠেছেন৷ নিজস্বীতে মেতেছেন দুজনেই৷ কখনও আবার আদরে-আলিঙ্গনে ভরিয়ে দিয়েছেন একে অপরকে৷ কাটিয়েছেন রোমান্টিক সন্ধ্যা...