ক্যালেন্ডারে তাঁর বয়স বাড়তে পাড়ে, কিন্তু আদতে তিনি কখনও বুড়ো হন না! এভারগ্রিন কথাটা তাঁর জন্যই বোধহয় তৈরি! মাধুরী দীক্ষিত! আজও আসমুদ্র হিমাচলের হৃদয় তাঁর জন্য 'ধকধক' করে! সদ্য একটি ফোটিশ্যুটে আগুন ধরালেন সুন্দরী... কালো ওয়ান-শোল্ডার সিক্যুইনড লং-ড্রেসে 'ধকধক গার্ল'-এর থেকে চোখ ফেরানো দায়
2/ 9
প্রায় চল্লিশ বছর বড়পর্দায় চুটিয়ে কাজ করার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন মাধুরী দীক্ষিত।
3/ 9
প্রায় চল্লিশ বছর বড়পর্দায় চুটিয়ে কাজ করার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন মাধুরী দীক্ষিত। নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য ফেম গেম’-এ অভিনয় করছেন মাধুরী! তবে এটাকে তিনি 'কামব্যাক' বলতে নারাজ, বরং স্বচ্ছন্দ 'ডেবিউ'-তে
4/ 9
সিরিজে সুপারস্টার অনামিকা আনন্দের ভূমিকায় দেখা মিলবে মাধুরীর। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “স্টারডম আমাকে বর্ণনা করে উঠতে পারে না।''
5/ 9
শুক্রবার, ২৫ জানুয়ারি নেটফ্লিক্সে রিলিজ করছে ‘দ্য ফেম গেম’
6/ 9
ওয়েব সিরিজে অনামিকা খান্নার চরিত্রে অভিনয় করেছেন মাধুরী। অনামিকা একজন নামকরা অভিনেত্রী। হঠাৎই একদিন সে উধাও হয়ে যায়। সে প্রথমে হতে চেয়েছিল মা, কন্যা, মানুষ এবং সবশেষে একজন অভিনেতা।
7/ 9
অনেক আগে পোস্টে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, তিনি মাধুরী দীক্ষিতের জীবনকে পর্দায় তুলে ধরতে চলেছেন। মাধুরীর স্বামী ডঃ শ্রীরাম নেনের আমেরিকায় জার্নি, মাধুরীর সেখানে সংসার, সবটাই তিনি তুলে ধরতে চেয়েছিলেন সিরিজে।
8/ 9
তবে সম্প্রতি সংবাদ মাধ্যমকে মাধুরী জানিয়েছেন, “প্রিয়াঙ্কার প্রযোজনায় সিরিজ় তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু সেটা আর হচ্ছে না।''
9/ 9
মাধুরী জানিয়েছেন, '' আমার প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ফেম গেম’-এর পরিচালক শ্রী রাও-ও সিরিজটির সঙ্গে যুক্ত ছিলেন। তিনিই লিখেছিলেন চিত্রনাট্য। কিছু সময় কিছু প্রজেক্ট সফলভাবে তৈরি করা সম্ভব হয়। কিছু সময়ে হয় না। আমরা সিরিজটি বানাতে অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু সেটা আর হচ্ছে না।”