রাজনীতির ময়দানে রং ছড়িয়েছেন তিনি। প্রতিদিনই তাঁর নিত্য নতুন লাইভ আর নতুন নতুন কীর্তিতে ইতিমধ্যেই জনপ্রিয়তার প্রায় শিখরে বিরাজ করছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। এবার বড়পর্দায় আসতে চলেছে মদন মিত্রের বায়োপিক ( Madan Mitra Biopic)। রাজনীতির ‘সুপারস্টার’ বলে যাঁর খ্যাতি চারদিকে, তাঁর রঙিন মেজাজ এবার ধরা পড়বে সিনেমার পর্দায়। Photo : Collected
ইতিমধ্যেই রঙিন পাঞ্জাবি, রঙিন রোদ চশমা! ‘বস’ লেখা জুতো, সিঙ্গাপুরের চপ্পল ইত্যাদিতে একের পর এক চমক দিয়েছেন মদন মিত্র (Madan Mitra)। একেক পর এক ছবিতে সিনেমার তারকাদেরও হার মানান তিনি। সেই মদন মিত্রের জীবনকেই (Madan Mitra Biopic) এবার ক্যামেরায় তুলে ধরতে চলেছেন টলিউডের জনপ্রিয় পরিচালক রাজা চন্দ।
রাজনীতির মঞ্চে কামারহাটির ‘দামাল ছেলে’ নামেই জনপ্রিয় মদন মিত্র। তবে রাজনীতির বাইরে তাঁর বর্ণময় চরিত্রের জন্য আলাদা ফ্যান ফলোয়িং তৈরি হয়েছে। ফেসবুকে আসেন, চুটিয়ে লাইভ করেন তিনি। ভক্তদের সঙ্গে নিয়মিত কথাও বলেন। দিন দিন সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভক্ত সংখ্যা বাড়ছে মদন মিত্রের, তাতে যে কোনও তারকাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন তিনি। (Photo : Facebook)