হোম » ছবি » বিনোদন » 'ফ্লপ' হিরোর সঙ্গে প্রেম, বিচ্ছেদ! 'অমর সঙ্গী'র ঝিলিক হারালেন আঁধারে, কোথায় তিনি

Vijeta Pandit: 'ফ্লপ' হিরোর সঙ্গে প্রেম, বিচ্ছেদ! 'অমর সঙ্গী'র ঝিলিক হারিয়ে গেলেন আঁধারে, কোথায় তিনি

  • 17

    Vijeta Pandit: 'ফ্লপ' হিরোর সঙ্গে প্রেম, বিচ্ছেদ! 'অমর সঙ্গী'র ঝিলিক হারিয়ে গেলেন আঁধারে, কোথায় তিনি

    'অমর সঙ্গী' দেখা নেই, বাংলায় এমন সিনেপ্রেমী প্রায় নেই বললেই চলে। সমাজের দুই ভিন্ন স্তর থেকে উঠে আসা যুবক-যুবতীর প্রেমের গল্পে বুঁদ হয়েছিল দর্শক। সেই ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বিজয়েতা পণ্ডিতকে। সেই সময়ে দু'জনের রসায়ন ঝড় তুলেছিল পর্দায়। কিন্তু সেই অভিনেত্রী এখন কোথায় জানেন?

    MORE
    GALLERIES

  • 27

    Vijeta Pandit: 'ফ্লপ' হিরোর সঙ্গে প্রেম, বিচ্ছেদ! 'অমর সঙ্গী'র ঝিলিক হারিয়ে গেলেন আঁধারে, কোথায় তিনি

    বলিউডের এক বিখ্যাত পরিবারের মেয়ে বিজয়েতা। সঙ্গীত পরিচালক জ্যোতিন এবং ললিত পণ্ডিত তাঁর দাদা। অভিনেতা-গায়িকা সুলক্ষণা পণ্ডিত সম্পর্কে বিজয়েতার দিদি। বিজয়েতার রূপ এবং ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে বর্ষীয়ান অভিনেতা রাজেন্দ্র কুমার তাঁকে 'লাভ স্টোরি' ছবিতে নায়িকা হিসেবে নিয়েছিলেন। সেই ছবির হাত ধরেই রাজেন্দ্রর ছেলে কুমার গৌরব অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন।

    MORE
    GALLERIES

  • 37

    Vijeta Pandit: 'ফ্লপ' হিরোর সঙ্গে প্রেম, বিচ্ছেদ! 'অমর সঙ্গী'র ঝিলিক হারিয়ে গেলেন আঁধারে, কোথায় তিনি

    'লাভ স্টোরি' বক্স অফিসে সফল হয়েছিল। পর্দায় কুমার গৌরবের সঙ্গে বিজয়েতার জুটিও দর্শকদের পছন্দ হয়। এই ছবির শ্যুটিংয়ের সময়ই নাকি নায়কের প্রেমে পড়ে যান বিজয়েতা। কিন্তু কুমার গৌরবের বাবা রাজেন্দ্র প্রসাদ সেই সম্পর্ক মেনে নেননি।

    MORE
    GALLERIES

  • 47

    Vijeta Pandit: 'ফ্লপ' হিরোর সঙ্গে প্রেম, বিচ্ছেদ! 'অমর সঙ্গী'র ঝিলিক হারিয়ে গেলেন আঁধারে, কোথায় তিনি

    শোনা যায়, কুমার গৌরবকে ভালবাসাই বিজয়েতার কেরিয়ারে বড় বাঁধা হয়ে দাঁড়ায়। তাঁরসঙ্গে সম্পর্ক ভাঙার পরেই নাকি ছবি করা বন্ধ করে দেন বিজয়েতা। বিচ্ছেদের পর চার বছর কোনও ছবি করেননি বিজেতা। এর পর তিনি 'মহব্বত', 'মিসাল'-এর মতো ছবিগুলির হাত ধরে ফিরে আসেন। কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য থেকে যায় অধরাই। অন্য দিকে, কুমার গৌরবও নায়ক হিসেবে দর্শক-মনে বিশেষ ছাপ ফেলতেল পারেননি।

    MORE
    GALLERIES

  • 57

    Vijeta Pandit: 'ফ্লপ' হিরোর সঙ্গে প্রেম, বিচ্ছেদ! 'অমর সঙ্গী'র ঝিলিক হারিয়ে গেলেন আঁধারে, কোথায় তিনি

    কুমার গৌরবের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর আরও একবার প্রেমে পড়েন বিজয়েতা। ১৯৮৬ সালে পরিচালক সমীর মাকলনকে বিয়ে করেন তিনি। কিন্তু সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি। ১৯৮৮ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।

    MORE
    GALLERIES

  • 67

    Vijeta Pandit: 'ফ্লপ' হিরোর সঙ্গে প্রেম, বিচ্ছেদ! 'অমর সঙ্গী'র ঝিলিক হারিয়ে গেলেন আঁধারে, কোথায় তিনি

    বিচ্ছেদের পর মানসিক ভাবে ভেঙে পড়েন বিজয়েতা। আড়ালে চলে যান অভিনেত্রী। সেই কঠিন সময়ে বিখ্যাত সঙ্গীত পরিচালক আদেশ শ্রীবাস্তব আসেন তাঁর জীবনে। সম্পর্কে জড়ান তাঁরা। ১৯৯০ সালে আদেশকে বিয়ে করেন বিজয়েতা।

    MORE
    GALLERIES

  • 77

    Vijeta Pandit: 'ফ্লপ' হিরোর সঙ্গে প্রেম, বিচ্ছেদ! 'অমর সঙ্গী'র ঝিলিক হারিয়ে গেলেন আঁধারে, কোথায় তিনি

    আদেশের সঙ্গে সংসার সাজিয়েছিলেন বিজয়েতা। তাঁদের দুই ছেলেও আছে। কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৫ সালে প্রয়াত হন আদেশ। স্বামীর মৃত্যুর পরে আর্থিক টানাপড়েনের মধ্যে পড়তে হয় বিজয়েতাকে। তবে সে সব কিছু কাটিয়ে সামলে উঠেছেন বিজয়েতা।

    MORE
    GALLERIES