'অমর সঙ্গী' দেখা নেই, বাংলায় এমন সিনেপ্রেমী প্রায় নেই বললেই চলে। সমাজের দুই ভিন্ন স্তর থেকে উঠে আসা যুবক-যুবতীর প্রেমের গল্পে বুঁদ হয়েছিল দর্শক। সেই ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বিজয়েতা পণ্ডিতকে। সেই সময়ে দু'জনের রসায়ন ঝড় তুলেছিল পর্দায়। কিন্তু সেই অভিনেত্রী এখন কোথায় জানেন?
বলিউডের এক বিখ্যাত পরিবারের মেয়ে বিজয়েতা। সঙ্গীত পরিচালক জ্যোতিন এবং ললিত পণ্ডিত তাঁর দাদা। অভিনেতা-গায়িকা সুলক্ষণা পণ্ডিত সম্পর্কে বিজয়েতার দিদি। বিজয়েতার রূপ এবং ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে বর্ষীয়ান অভিনেতা রাজেন্দ্র কুমার তাঁকে 'লাভ স্টোরি' ছবিতে নায়িকা হিসেবে নিয়েছিলেন। সেই ছবির হাত ধরেই রাজেন্দ্রর ছেলে কুমার গৌরব অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন।
শোনা যায়, কুমার গৌরবকে ভালবাসাই বিজয়েতার কেরিয়ারে বড় বাঁধা হয়ে দাঁড়ায়। তাঁরসঙ্গে সম্পর্ক ভাঙার পরেই নাকি ছবি করা বন্ধ করে দেন বিজয়েতা। বিচ্ছেদের পর চার বছর কোনও ছবি করেননি বিজেতা। এর পর তিনি 'মহব্বত', 'মিসাল'-এর মতো ছবিগুলির হাত ধরে ফিরে আসেন। কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য থেকে যায় অধরাই। অন্য দিকে, কুমার গৌরবও নায়ক হিসেবে দর্শক-মনে বিশেষ ছাপ ফেলতেল পারেননি।