1/ 4


ফের বিনোদন জগতে শোকের ছায়া ৷ চলে গেলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী লীনা আচার্য ৷ খবর অনুযায়ী, শনিবার কিডনি বিকল হওয়ার কারণে মৃত্যু হয় অভিনেত্রী লীনার ৷
2/ 4


প্রায় দেড় বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন লীনা ৷ লীনাকে সুস্থ করার জন্য তাঁর মা একটি কিডনি-ও দান করেন মেয়ে লীনাকে ৷ তবে শেষরক্ষা হলো না ৷ কিডনি কাজ না করার কারণেই মারা গেলেন অভিনেত্রী ৷
3/ 4


‘শেঠজি’, ‘আপ কে আ জানে সে’, ‘মেরি হানিকারক বিবি’ ধারাবাহিক থেকে জনপ্রিয় হন ৷ এর পাশাপাশি বেশ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে ৷ রানি মুখোপাধ্যায়ের হিচকি ছবিতেও অভিনয় করেছিলেন লীনা ৷