বলিউডের তরুণ তুর্কিদের মধ্যে কৃতি শ্যাননের জনপ্রিয়তা তুঙ্গে! সুন্দরীর স্টাইল স্টেটমেন্ট-ও নজরকাড়া! কখনও জাম্পস্যুট, কখনও বা মিনি স্কার্ট বা ঢোলা ডেনিমে কৃতির এয়ারপোর্ট লুক-এ তাজ্জব নেটিজেন মহল কৃতি পরেছেন নিয়ন রঙা জাম্পস্যুট অফ-হোয়াইট ফুল-স্লিভ ক্রপ টপ আর মিনি স্কার্ট-এর সঙ্গে কৃতি টিম-আপ করেছেন সাদা স্পোর্টস শু খয়েরি বডিকন ড্রেসের সঙ্গে কৃতি পরেছেন জাম্পার নীল-এর টাই অ্যান্ড ডাই করা হাই ওয়েস্ট ঢোলা ডেনিস, ক্রপ টপ-এর সঙ্গে কৃতি বেছেছেন আকাশি নীল লং ওভারকোট হাই ওয়েস্ট ট্রাউজার আর টপ-এ ক্যাজুয়াল লুক-এ কৃতি শ্যানন হালকা হলুদ রঙা ট্র্যাক-স্যুটে কৃতি মাথা থেকে পা পর্যন্ত কালোয় মোড়া! শুধু পোশাক নয়, কৃতি বেছে নিয়েছেন কালো মাস্ক, কালো জুতো-ও খয়েরি ট্র্যাকস্যুট আর সাদা স্নিকারে 'কুল' অবতারে কৃতি শ্যানন