দক্ষিণী ছবি দিয়ে অভিনয় শুরু করেছিলেন কৃতী স্যানন। বলিউডে প্রথম ছবি টাইগার শ্রফের সঙ্গে হিরোপন্তি।
9/ 10
এর পরে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে রাবতা ছবিতে নজর কাড়েন। আগামিতে তাঁর হাতে বেশ কিছু ছবি আছে। তার মধ্য়ে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের সঙ্গে বচ্চন পান্ডে ছবির ট্রেলার।
10/ 10
কৃতীর উল্লেখ্য ছবির মধ্যে আছে বরেলি কি বরফি, পতি পত্নী অর ও, লুকা ছুপি।