বলিউডের এই প্রজন্মের সফল অভিনেত্রীদের তালিকায় নতুন সংযোজন কৃতী স্যানন (Kriti Sanon)। সম্প্রতি সেরা অভিনেত্রী হিসেবে দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন কৃতী। এবার এই ফোটোশ্যুটি নেটিজেনের মন জয় করলেন কৃতী (Kriti Sanon)। কালো নেটের শাড়িতে মন জয় করলেন অভিনেত্রী। কালো নেটের শাড়ির সঙ্গে হল্টার নেক ব্লাউজ আর ব্লো ড্রাই করা চুল। কৃতীর চোখেও লাস্যের ভাষা। অভিনয়ের পাশাপাশি কৃতী (Kriti Sanon) একজন ফ্যাশন ডিভাও হয়ে উঠেছেন।এই ছবিতে তিনি যেন কোনও রাজকুমারী। টিউব ব্লাউজের সঙ্গে গোলাপি শাড়ি। পারদ চড়িয়েছেন অভিনেত্রী । উন্মুক্ত উজ্জ্বল পিঠ। কৃতীর চোখের ভাষাতেই কুপোকাত তাঁর অনুরাগীরা। মণীশ মালহোত্রার ডিজাইন করা শাড়িতে আত্মপ্রকাশ কৃতীর। সোনালি নেটের জমকালো শাড়ি সঙ্গে কৃতী পরেছেন মানানসই গয়না। দক্ষিণী ছবি দিয়ে অভিনয় শুরু করেছিলেন কৃতী স্যানন। বলিউডে প্রথম ছবি টাইগার শ্রফের সঙ্গে হিরোপন্তি। এর পরে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে রাবতা ছবিতে নজর কাড়েন। আগামিতে তাঁর হাতে বেশ কিছু ছবি আছে। তার মধ্য়ে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের সঙ্গে বচ্চন পান্ডে ছবির ট্রেলার। কৃতীর উল্লেখ্য ছবির মধ্যে আছে বরেলি কি বরফি, পতি পত্নী অর ও, লুকা ছুপি।