জানা যায়, সেই রাউন্ডে অরিজিৎ ছাড়া প্রত্যেকেই ভোট দিয়েছিলেন শমিতকে। অরিজিৎ নাকি ভোট দেন মনিকা নামে এক প্রতিযোগীকে। অনেকেই বলেছিলেন, বন্ধুকেই সব চেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেছিলেন গায়ক। তাই নাকি তাঁকে প্রতিযোগীতা থেকে বাদ দিতে চেয়েছিলেন তিনি। শোয়ের বিচারক ইলা অরুণ অরিজিতের এই পদক্ষেপকে 'বিশ্বাসঘাতকা'র তকমা দিয়েছিলেন।