ফ্লোরল ব্রালেট আর সবুজ স্কার্টে মোহময়ী কিয়ারা আডবানি আলিয়ার আসল নাম আলিয়া, বলিউডে আসার পর নাম বদল হয়ে হয় কিয়ারা সলমন কিয়ারাকে আলিয়া নাম পালটাতে বলেছিলেন আলিয়া ভাটের জন্য! তিনি বলেছিলেন, ইন্ডাস্ত্রিতে একই নামের দু'জন নায়িকা থাকতে পারে না ২০১৪-এ বলিউড ডেবিউ করেন কিয়ারা আডবাণী। কিন্তু ‘লাস্ট স্টোরিজ’-এ অভিনয় করার পর তিনি সাধারণ দর্শকের কাছে তুমুল জনপ্রিয় হন 'কবির সিং', 'শেরশাহ'-র মতো সিনেমায় তুখড় অভিনয় হোক বা অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে প্রেম, ব্রেক-আপের গুঞ্জন...সব মিলিয়ে বর্তমানে চর্চার কেন্দ্রে রয়েছেন কিয়ারা ২০১২ সালের সুপারহিট সিনেমা ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ হাতছাড়া হয়ে যায় কিয়ারার রোহিত শেট্টি পরিচালিত ‘সিম্বা’ সিনেমাটিও হাতছাড়া হয় কিয়ারার। হাতছাড়া হয় 'হাউজফুল ৪'-ও শীঘ্রই মুক্তি পাবে দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরকোন্ডা এবং অনন্যা পাণ্ডে অভিনীত সিনেমা ‘লিগার’। তবে এই সিনেমাতেও চাঙ্কি-কন্যার জায়গায় অভিনয় করার কথা ছিল কিয়ারার। লাল শর্ট ড্রেস আর লাল ব্লেজারে আগুনপাখি কিয়ারা আডবানি হলুদ শর্ট ড্রেসে তাক লাগাচ্ছেন কিয়ারা আডবানি