২০১৮ সাল। মুক্তি পায় 'লাস্ট স্টোরিজ'। ছবিতে প্রশংসিত হয়েছিল কিয়ারা আডবাণীর অভিনয়। সেই ছবিতে স্বমেহনের দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি।
2/ 6
কিয়ারার ভাইব্রেটর ব্যবহার করার সেই দৃশ্য সাড়া ফেলেছিলেন কিয়ারা। ট্রোল-কটাক্ষ তো চলেই ছিল তবে তাঁর সাহসের প্রশংসা করেছিলেন অনেকেই। সেই দৃশ্যে অভিনয় করার জন্য প্রস্তুতিও নিতে হয়েছিল তাঁকে।
3/ 6
এক সাক্ষাৎকারে কিয়ারা বলেন, সেই দৃশ্যে অভিনয়ের আগে তাঁকে সাহস জুগিয়েছিলেন করণ জোহর। অভিনেত্রীর যাতে অস্বস্তি না হয়, তা মাথায় রেখে ওই দৃশ্য শ্যুটের সময় খুব কম সংখ্যক ইউনিটের সদস্য রেখেছিলেন তিনি।
4/ 6
কিয়ারা জানান, অতীতে কখনও ভাইব্রেটর ব্যবহার করেননি তিনি। তাই সেই দৃশ্যে অভিনয়ের আগে সেই যন্ত্র কী ভাবে ব্যবহার হয়, গুগলে তা ভাল করে দেখে নিয়েছিলেন কিয়ারা।
5/ 6
এ ছা়ড়াও এ ধরনের দৃশ্য আছে এমন বেশ কিছু ছবিও দেখেছিলেন কিয়ারা। তার পর অবশেষে সাহসী সেই দৃশ্যে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করেন তিনি।
6/ 6
আপাতত বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত কিয়ারা। শোনা যাচ্ছে, ৭ ফেব্রুয়ারি সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সাতপাক ঘুরবেন।
Kiara Advani: গুগল ঘেঁটে ভাইব্রেটর ব্যবহার করা শেখেন! কেন এমন করতে হল হবু কনে কিয়ারাকে
কিয়ারার ভাইব্রেটর ব্যবহার করার সেই দৃশ্য সাড়া ফেলেছিলেন কিয়ারা। ট্রোল-কটাক্ষ তো চলেই ছিল তবে তাঁর সাহসের প্রশংসা করেছিলেন অনেকেই। সেই দৃশ্যে অভিনয় করার জন্য প্রস্তুতিও নিতে হয়েছিল তাঁকে।
Kiara Advani: গুগল ঘেঁটে ভাইব্রেটর ব্যবহার করা শেখেন! কেন এমন করতে হল হবু কনে কিয়ারাকে
এক সাক্ষাৎকারে কিয়ারা বলেন, সেই দৃশ্যে অভিনয়ের আগে তাঁকে সাহস জুগিয়েছিলেন করণ জোহর। অভিনেত্রীর যাতে অস্বস্তি না হয়, তা মাথায় রেখে ওই দৃশ্য শ্যুটের সময় খুব কম সংখ্যক ইউনিটের সদস্য রেখেছিলেন তিনি।
Kiara Advani: গুগল ঘেঁটে ভাইব্রেটর ব্যবহার করা শেখেন! কেন এমন করতে হল হবু কনে কিয়ারাকে
কিয়ারা জানান, অতীতে কখনও ভাইব্রেটর ব্যবহার করেননি তিনি। তাই সেই দৃশ্যে অভিনয়ের আগে সেই যন্ত্র কী ভাবে ব্যবহার হয়, গুগলে তা ভাল করে দেখে নিয়েছিলেন কিয়ারা।