কিছু দিন আগেই ধুমধাম করে বিয়ে হয়েছে সিদ্ধার্থ মলহোত্রা এবং কিয়ারা আডবানির। বিয়ের পরে কেমন কাটছে নবদম্পতির জীবন? সাম্প্রতিক একটি অনুষ্ঠানে কিয়ারা কথা বললেন তাঁর বিবাহ পরবর্তী উজ্জ্বল আভা নিয়ে। সিদ্ধার্থ জানালেন, ২০২১ সালের ‘শেরশাহ’ ছবির পরে দর্শক তাঁকে এবং তাঁর স্ত্রী কিয়ারাকে এত ভালবাসা দিয়েছেন যেন তাঁদের বিয়েটা হওয়ারই ছিল। অভিনেতা জানান, তাঁদের বিয়ে যেন বাস্তবেই বিক্রম আর ডিম্পলের বিয়ের মতো, যা একটা সমান্তরাল ব্রহ্মাণ্ড তৈরি করে।