

খুশি কাপুর। শ্রীদেবী ও বনি কাপুরের ছোট মেয়ে খুশি। বলিউডে এখনও পা রাখেননি। চলছে পড়াশুনো। photo source Instagram


২০০০ সালে জন্ম হয় খুশির। তাঁর বয়স মাত্র ২০ বছর। যদিও তাঁর দিদি জাহ্নবী কাপুর বলিউডে পা রেখেই জনপ্রিয় হতে শুরু করেছেন। photo source Instagram


'ধড়ক' ছবি দিয়ে বলিউডে পা রাখেন জাহ্নবী। এর পর একের পর এক ছবি আসতে থাকে তাঁর হাতে। বেছে বেছে কাজ করেন জাহ্নবী। তবে দিদির পথে এখনও হাঁটতে শুরু করেননি খুশি। photo source Instagram


খুশির স্টাইল ও ফ্যাশনের চর্চা হতে শুরু করেছে নেট দুনিয়ায়। বলা হচ্ছে জাহ্নবীর থেকেও নাকি অনেক বেশি ফ্যাশন সচেতন খুশি। photo source Instagram


খুশিকে কখনও দেখা যায় সাবেকি পোশাকে। আবার কখনও বোল্ড ও সাহসী পোশাকেও ধরা দেন তিনি। photo source Instagram


কয়েকদিন আগেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল পাবলিক করেছেন খুশি। সেখানেই তাঁর নানা রকম ছবি দেখা যাচ্ছে।photo source Instagram


এই সব ছবি দেখে অনেকেই বলছেন, জাহ্নবী নয় বরং খুশিকেই নাকি অনেক বেশি মায়ের মতো দেখতে। photo source Instagram


শ্রীদেবীর চোখের সঙ্গে খুশির চোখের মিল খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। তাঁরা ইনস্টাতে খুশির ছবিতে কমেন্ট করেও একথা জানিয়েছেন। photo source Instagram


মডেলিং করতে দেখা গিয়েছে খুশিকে। দেখা যাক কবে তিনি অভিনয়ে আসেন। তবে সকলেই মনে করছেন শ্রীদেবীর জায়গা না নিতে পারলেও কাছাকাছি যাবেন এই মেয়ে। photo source Instagram