বলিউডের আকর্ষণীয় তারকা জুটিদের মধ্যে অন্যতম ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই একসঙ্গে ছবি দিলে দ্রুত তাই ভাইরাল হয়। কিন্তু এবার এক অন্য মহিলার সঙ্গে ধরা পড়লেন ভিকি।
2/ 6
প্রযোজক ফারাহ খান সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনাকে সেই খবর দিলেন। তবে সেই অন্য মহিলা আর কেউ নন। ফারাহ খান নিজেই। দেখা যাচ্ছে, ক্রোয়েশিয়ায় ভিকির পাশে দাঁড়িয়ে ফারাহ।
3/ 6
আর সেই ছবিটিই ইনস্টাগ্রামে শেয়ার করে ফারাহ লিখেছেন, সরি ক্যাটরিনা। ওকে অন্য এক মহিলার সঙ্গে দেখা গেল ক্রোয়েশিয়ায়।
4/ 6
সেই পোস্টের জবাবও দিয়েছেন ক্যাটরিনা। মজা করেই লিখেছেন, "তোমায় অনুমতি দেওয়া হয়েছে।" ভিকিও সেই পোস্টে কমেন্ট করেছেন, "উই আর জাস্ট গুড ফ্রেন্ডস।"
5/ 6
সোশ্যাল মিডিয়ায় এই তিন জনের পোস্ট দেখে হাসির রোল উঠেছে নেট পাড়ায়। ভিকি ও ক্যাটরিনার অনুরাগীরাও এই পোস্ট দেখে আনন্দ পেয়েছেন।
6/ 6
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে ভিকি বলেন, তাঁর জীবনের প্রতিটি ক্ষেত্রে ক্যাটরিনার প্রভাব আছে। আর তাই জীবন সঙ্গী হিসেবে ক্যাটরিনাকে পেয়ে তিনি সৌভাগ্যবান মনে করছেন। প্রতিদিন ক্যাটরিনার থেকে তিনি কিছু না কিছু শেখেন বলেও জানান ভিকি।