সদ্য বিয়ে সেরেছেন আলিয়া রণবীর কাপুর। আর অন্যদিকে রণবীরের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা ছুটি কাটাচ্ছেন বিদেশে। স্বামী ভিকি কৌশলকে নিয়ে মেতে আছেন তিনি। photo source Instagram
2/ 5
চার বছর প্রেমের পর সম্পর্ক ভেঙে ছিলেন রণবীর। বহুদিন সিঙ্গল ছিলেন ক্যাটরিনা কাইফ। কিন্তু রণবীর থেমে থাকেননি। প্রেমে পড়ে গিয়েছেন আলিয়ার। সাল ২০১৭। photo source Instagram
3/ 5
কেউ ভাবতে পারেননি আলিয়াকে শেষ পর্যন্ত বিয়ে করবেন রণবীর। কিন্তু করেছেন। অন্যদিকে সব ভুলে ক্যাটরিনাও শুভেচ্ছা জানিয়েছেন রণবীর আলিয়াকে। photo source Instagram
4/ 5
এক সময় আলিয়া প্রিয় বন্ধু ছিলেন ক্যাটরিনার। বন্ধুকে শুভেচ্ছা তো জানাতেই হয়। photo source Instagram
5/ 5
ক্যাটরিনাকে পাওয়া গেল সমুদ্র সৈকতে । কালো মনোকিনিতে তিনি মোহময়ী।photo source Instagram