বলিউডের কোহিনুর ক্যাটরিনা কাইফ! তিনি যা-ই পরেন, তাতেই তাঁর থেকে চোখ ফেরানো যায় না! ক্যাটরিনা সাঁতার কাটটে, সমুদ্র সৈকতে আনন্দে মাততে বেজায় পছন্দ করেন! মাঝেমধ্যেই সোশ্যাল দুনিয়ায় দেখা যায় ক্যাটি বেবির মোনোকিনিতে জলকেলির নানা ঝলক
2/ 11
নীল ক্রপ টপের সঙ্গে ক্যাটরিনা টিম-আপ করেছেন মাল্টিকালার হাই-ওয়েস্ট বটম-ওয়্যার
3/ 11
ভিকি-ক্যাটরিনার চার মাসের দাম্পত্য! কিছুদিন আগে এয়ারপোর্টে ঢিলেঢালা গোলাপি সালোয়ারে দেখা যায় ক্যাটরিনাকে! তারপরই অনুরাগীদের মনে প্রশ্ন, ‘ক্যাটরিনা কি অন্তঃসত্ত্বা?’
4/ 11
কালো মোনোকিনি চিরপুরাতন হয়েও চিরনতুন! সঙ্গে রং মিলিয়ে সাদা বর্ডারের বড় কালো টুপি
দু’বছর প্রেমের পর ৯ ডিসেম্বর সামাজিকভাবে সাতপাকে বাঁধা পড়েন ভিকি-ক্যাটরিনা। রাজস্থানের এক প্রাসাদোপম দুর্গে বসেছিল বিয়ের আসর!
7/ 11
হানিমুনে ভিকি-ক্যাটরিনা পাড়ি দিয়েছিলেন মলদ্বীপ। তারপরও কাজের ফাঁকে অল্প বিরতি পেলেই তাঁরা ছুটে যান একান্তে সময় কাটাতে! সদ্য আরেকটি সমুদ্র-সৈকত থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন কপোত-কপোতি
8/ 11
ভিকি-ক্যাটরিনার চার মাসের দাম্পত্য! কিছুদিন আগে এয়ারপোর্টে ঢিলেঢালা গোলাপি সালোয়ারে দেখা যায় ক্যাটরিনাকে! তারপরই অনুরাগীদের মনে প্রশ্ন, ‘ক্যাটরিনা কি অন্তঃসত্ত্বা?’
9/ 11
কেরিয়ার আর সংসার দুই-ই সমান তালে সামলাচ্ছেন ক্যাটরিনা। অক্ষয় কুমারের সঙ্গে বিপরীতে রোহিত শেট্টির ‘সূর্যবংশী’-তে কাজ করছেন। সিদ্ধান্ত চতুর্বেদীর এবং ঈশান খট্টরের সঙ্গে ‘ফোনবুথ’, প্রিয়ঙ্কা চোপড়া এবং আলিয়া ভট্টের পাশে ‘জি লে জরা’-তেও দেখা মিলবে ক্যাটরিনার।