গত বছরের ডিসেম্বরেই বিয়ে করেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তার পর থেকে একসঙ্গে কাপল গোল তৈরি করতেও দারুণ সফল তারকা জুটি। কখনও ভিকির জন্য ব্রেকফাস্ট তৈরি করছেন ক্যাটরিনা, কখনও পরিবারের সঙ্গে সেলফি পোস্ট করছেন। এককথায় জমজমাট ভিকি ও ক্যাটরিনার জুটি। সম্প্রতি মলদ্বীপে বেড়াতেও গিয়েছিলেন তাঁরা। (Image: Instagram)