

কাণ্ড দেখুন ! সোশ্যাল মিডিয়ায় গোটা দুনিয়াকে যিনি নানারকম জ্ঞান দিতে থাকেন ৷ নতুন নতুন আইডিয়া তৈরি করেন ৷ সেই কার্তিক আরিয়ানের অ্যাটিটিউড দেখুন ! সোজাসাপটা বলে দিলেন প্রযোজকের মুখের ওপর একথা ৷ হ্যাঁ, নেটিজেনরা তো একে অ্যাটিটিউড-ই বলছেন !


সে যাই হোক, এবার আসি আসল গপ্পে, ঠিক কীরকম অ্যাটিটিউড দেখিয়েছেন কার্তিক তা এবার স্পষ্ট করা যাক৷ গল্পটা শুরু ভুলভুলাইয়া ২ ছবির সেট থেকেই ৷


করোনার কারণে সব সেক্টরেই এখন টাকা-পয়সার চাপ ৷ যাকে বলে বিশাল ক্রাইশিস ৷ তাই এই আবহে একটু আধটু সমঝোতা করছেন সবাই ৷ তবে কার্তিক আরিয়ান এই সমঝোতা মোটেই করবেন না ৷ হ্যাঁ, তেমনটাই জানিয়েছেন সম্প্রতি ৷


মুম্বই ফিল্ম মহল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ভুলভুলাইয়া ২-এর টিমকে নাকি কার্তিক স্পষ্ট জানিয়েছেন, ‘এই ছবির শ্যুটিং শুরু হয়েছিল করোনার আগে ৷ এখন তাই করোনার কারণ দেখিয়ে এখন মোটেই পারিশ্রমিকে কাটতি করা যাবে না ৷ এটা একেবারেই অনুচিত ৷ তাই পারিশ্রমিকে কাটতি করে কাজ করতে একেবারেই নারাজ ৷ ’ শোনা যাচ্ছে, এই কারণেই হয়তো কিয়ারা আডবাণিও, টুক করে সই করে ফেলেছেন অন্য ছবি ! ভুলভুলাইয়া ২-তে কার্তিকের সঙ্গে কাজ করার কথা কিয়ারার ৷