অভিনেত্রী করিশমা কাপুরের বয়স প্রায় ৫০ এর কাছাকাছি। কিন্তু সৌন্দর্যে এখনও বাজিমাত করতে পারেন তিনি। গ্রীষ্মের ফ্যাশনে ডিভা রূপে করিশমা। কালো নেটের শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজ। গ্ল্যামারে এখনও যুবতীদের টেক্কা দেবেন করিশমা। হলুদ রঙের ব্রোকেডের কুর্তা ও স্কার্ট সেটে জমকালো লুক করিশমার। ব্যাকলেস গাউনে যেন কোনও রাজকীয় পরিবারের রানি। নিঃসন্দেহে সুন্দর লাগছে করিশমাকে। লাল রঙের শারারা সেটে উজ্জ্বল লুক করিশমার। কে বলবে তাঁর বয়স ৪৭ বছর। কাচ বসানো সাদা ড্রেসে স্নিগ্ধ লুক করিশমা কাপুরের। করিশমা কাপুর হলুদ ও গোলাপি শাড়িতে। একেবারে এথনিক লুকে মুগ্ধ করলেন তিনি। কালো রঙের জমকালো পোশাকে করিশমা। সাদা ও সোনালি শাড়িতে এথনিক লুক। সৌন্দর্যে তিনি এখনও অনন্যা। ল্যাভেন্ডার রঙের স্যুটে এথনিক লুক করিশমা কাপুরের।