1/ 4


একদিকে করোনা অন্যদিকে ছবির নায়িকা হঠাৎই জানিয়ে দিলেন তিনি প্রেগন্যান্ট! যেন আকাশ মাথায় ভেঙে পড়ল আমিরের ৷ কপালে হাত দিয়ে ভাবতে বসলেন, তাঁর নতুন ছবি লাল সিং চড্ডার কপালে কি মুক্তি রয়েছে? শ্যুটিং তো অঢেল বাকি !
2/ 4


কিন্তু বলে না যার কেউ নেই, তাঁর করিনা আছে ৷ করোনা আপাতত রয়েছে ৷ তবে লকডাউন উঠে এখন পরিস্থিতি আগের থেকে স্বাভাবিক, তাই সুযোগ বুঝেই লাল সিং চাড্ডার শ্যুটিং শুরু করে দিলেন আমির খান ৷
3/ 4


করিনাও ফিরে এলেন ছবির শ্যুটিং ৷ সন্তানসম্ভবা করিনা, স্বামী সইফ ও তৈমুরকে নিয়ে মুম্বই থেকে দিল্লি এলেন শ্যুটিং করতে ৷ সেই শ্যুটিং পর্বই হলো শেষ ৷