বেবো ম্যায় বোবো! তাঁকে নিয়ে বলিউডে আস্ত একটা গানও আছে। বলিউডের ফ্যাশন কুইন করিনা কাপুর। ৪১ বছর বয়সেও লাস্যে ঘায়েল করতে পারেন তিনি। কে বলবে দুই সন্তানের মা হয়েছেন। ফিটনেসের সঙ্গে আপোশ করেন না করিনা। কালো ওয়ান শোল্ডার ড্রেসে হট অবতার। পার্টি লুকে ফ্যাশন ডিভা। সিকুইনড স্কার্টের সঙ্গে সিকুইনড টপে হট লুকে বেবো। বলিউড মনে রাখবে তাঁর অভিনীত পূ ও গীত এই চরিত্র দুটি। সাজের মতোই মনের দিক থেকেও উজ্জ্বল করিনা কাপুর খান। পারদ চড়ালেন অভিনেত্রী। পিচ রঙের টার্টল নেক ক্রপ টপের সঙ্গে একই রঙের প্যান্ট। বরাবরই ফ্যাশনিস্তা করিনা। ডুয়াল টোনের স্কার্ট ও রাফলড টপ। ফ্যাশন কুইনের সমার্থক শব্দ করিনা কাপুর খান। রং নিয়েও এক্সপেরিমেন্ট করেন করিনা। হলুদ নিয়ন টপের সঘ্দে মাল্টিকালার্ড স্কার্টে ফ্যাশনিস্তা। লুক নিয়ে বরাবর এক্সপেরিমেন্ট করেন করিনা। মিস্ক অ্যান্ড ম্যাচ লুকেও সাবলীল তিনি। সাদা কালো পোশাকের সঙ্গে স্ট্রেট হেয়ার। বলিউডের ডিভাকে দেখে কে বলবে তিনি দুই সন্তানের মা।